জামিয়া গুলি কাণ্ডে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দিল Facebook। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদের সময় সর্বসমক্ষে গুলি চালিয়েছেন এই ব্যক্তি।
গুলি চালানোর আগে অভিযুক্ত Facebook-এ লাইভ স্ট্রিম কমছিলেন
জামিয়া গুলি কাণ্ডে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দিল Facebook। বৃহস্পতিবার জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সিএএ-এর বিরুদ্ধে প্রতিবাদের সময় সর্বসমক্ষে গুলি চালিয়েছেন এই ব্যক্তি। Gadgets 360 কে Facebook জানিয়েছে ইতিমধ্যে অভিযুক্তের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এই প্রতিবেদন থেকে অভিযুক্তের নাম সরিয়ে ছবি ঝাপসা করে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে অপ্রাপ্তবয়স্ক অভিযুক্তকে এখনো সনাক্ত করা যায়নি।
গুলি চালানোর আগে অভিযুক্ত Facebook-এ লাইভ স্ট্রিম করছিলেন। চলতি মাসেই সিএএ-এর বিরুদ্ধে চলা প্রতিবাদের বিরুদ্ধে একাধিক স্ট্যাটাস আপডেট পোস্ট করেছিলেন তিনি।
জামিয়া গুলি-কাণ্ড: "অভিযুক্তকে রেয়াত করা হবে না", বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
“যারা এই ধরনের হিংসা করেন তাঁদের জন্য Facebook-এ কোন স্থান নেই। আমরা বন্দুকধারীর অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ করে দিয়েছি। শীঘ্রই এই ঘটনার সমর্থনে সব পোস্ট সনাক্ত করা হবে।” Gadgets 360 কে জানিয়েছেন Facebook-এর এক প্রতিনিধি।
ঘটনার সঙ্গে সঙ্গে প্রকাশিত রিপোর্টে জানা গিয়েছিল আক্রমণের কিছুক্ষণ আগেই Facebook থেকে লাইভ স্ট্রিম করছিলেন অভিযুক্ত। যদিও সেই ভিডিওতে কোন হিংসা দেখানো হয়নি। সংবাদ মাধ্যমে প্রচারিত অন্য এক ভিডিওতে অভিযুক্তের হিংসার ভিডিও দেখা গিয়েছিল।
Facebook-এ যে কোন ধরনের হিংসার প্রশংসা, সমর্থন, বা প্রতিনিধিত্ব করলে কোম্পানির পৃথক নীতি রয়েছে। গত বছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আক্রমণের ঘটনাও Facebook-এ লাইভ স্ট্রিম করা হয়েছিল। সেই ঘটনায় দুটি মসজিদে 51 জন প্রাণ হারিয়েছিলেন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
ces_story_below_text
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Motorola Signature Spotted in Leaked Marketing Image That Hints at Stylus Support