Vivo Pad 5e ট্যাবে 2.8K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেটের 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে।
Photo Credit: Vivo
Vivo Pad 5e ট্যাবে 12.1 ইঞ্চির বিশাল ডিসপ্লে আছে
সোমবার Vivo X300 সিরিজের স্মার্টফোনের সঙ্গে লঞ্চ হয়েছে Vivo Pad 5e ট্যাব। এটি Vivo Pad 5 সিরিজের তৃতীয় ট্যাবলেট ও পাওয়ারফুল Snapdragon 8s Gen 3 চিপসেটের সঙ্গে এসেছে। ডিভাইসটিতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10,000mAh ব্যাটারি রয়েছে। Vivo Pad 5e ট্যাবের অন্যান্য ফিচার্সের মধ্যে 144 হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ফেসিয়াল রিকগনিশন, আই-প্রোটেকশন, 44W ফাস্ট চার্জিং সাপোর্ট, ও কোয়াড স্পিকার সেটআপ উল্লেখযোগ্য। ভিভোর এই মিড-রেঞ্জ ট্যাবলেট একাধিক মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে। 8 জিবি থেকে শুরু করে 12 জিবি ও 16 জিবি র্যাম অপশন রয়েছে।
ভিভোর নতুন ট্যাবে 2.8K রেজোলিউশন ও 144 হার্টজ রিফ্রেশ রেটের 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে আছে। এতে সফট লাইট আই-প্রোটেকশন স্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর ফলে স্ক্রিন প্রতিফলিত আলো বা গ্লেয়ার কমে যায়। চোখের উপর যেমন কম চাপ পড়ে, তেমন দীর্ঘক্ষণ ব্যবহারেও ক্লান্তি অনুভব হয় না। ট্যাবটিতে 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ডিসি ডিমিং সাপোর্ট আছে।
ভিভো প্যাড 5ই 4 ন্যানোমিটার প্রসেসে নির্মিত শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন 8এস জেন 3 প্রসেসর দ্বারা পরিচালিত। এটি 16 জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 512 জিবি অনবোর্ড স্টোরেজের সঙ্গে যুক্ত। ট্যাবটিতে Android 15-নির্ভর Origin OS 5 প্রি-ইনস্টল আছে।
ভিভোর নতুন ট্যাবে 10,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে৷ ট্যাবের সামনে ও পিছনে যথাক্রমে 8 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে। চারটি স্পিকারের প্যানোরামিক অ্যাকোস্টিক সেটআপ চারিদিক থেকে ভেসে আসা সাউন্ডের অনুভূতি দেয়। এছাড়াও, এতে ট্রান্সক্রিপশন (কথাকে লেখায় রূপান্তর), সার্কেল টু সার্চ, ও এআই পিপিটি অ্যাসিস্ট্যান্ট (প্রেজেন্টেশন তৈরিতে সাহায্য) ফিচার্স আছে।
চীনে Vivo Pad 5e-এর বেস 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,999 ইউয়ান (প্রায় 25,000 টাকা) রাখা হয়েছে। আর 8 জিবি + 256 জিবি, 12 জিবি + 256 জিবি, ও 16 জিবি র্যাম + 512 জিবি স্টোরেজের দাম যথাক্রমে 2,299 ইউয়ান (প্রায় 29,000 টাকা), 2,599 ইউয়ান (প্রায় 32,000 টাকা), এবং 2,999 ইউয়ান (প্রায় 37,000 টাকা)। ট্যাবটি অক্টোবর 17 থেকে কালো ও নীল রঙে বিক্রি হবে। এটি ভারতে আসবে কিনা তা এখনও জানা যায়নি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন