জুন মাসেও 4G স্পিডে ভারতে এক নম্বর স্থান ধরে রাখল Jio। TRAI এর MySpeed অ্যাপ এ জুন মাসের রিপোর্টে এই কথা জানানো হয়েছে। জুন মাসে Jio-র ডাউনলোড স্পিড ছিল 22.3 Mbps।
কয়েক মাস আগে Jio-র স্পিড অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু মে মাসে ঘুরে দাঁড়িয়েছিল Jio। এবার জুন মাসেও 4G স্পিডে ভারতে এক নম্বর স্থান ধরে রাখল Jio। TRAI এর MySpeed অ্যাপ এ জুন মাসের রিপোর্টে এই কথা জানানো হয়েছে। জুন মাসে Jio-র ডাউনলোড স্পিড ছিল 22.3 Mbps। যা আজ আপর্যন্ত Jio-র সর্বোচ্চ ডাউনলোড স্পিড। মে মাসে Jio-র ডাউনলোড স্পিড ছিল 19 Mbps। অন্যদিকে জুন মাসে Airtel এর ডাউনলোড স্পিড 9.7 Mbps, তিন নম্বরে 6.7 Mbps স্পিডে রয়েছে Vodafone। আর 6.1 Mbps স্পিডে চার নম্বরে রয়েছে Idea।
মে মাসের তুলনায় Airtel –এর স্পিডে একটু উন্নতি ঘটেছে। মে মাসে Airtel এর স্পিড ছিল 9.3 Mbps। অন্যদিকে মে মাসের তুলনায় Vodafone ও Idea র 4G স্পিড সামান্য কমেছে বলে এই রিপর্টে জানানো হয়েছে। 30 লক্ষ Jio গ্রাহক, 750,000 Airtel গ্রাহক আর 300,000 Vodafone গ্রাহক এই স্পিড টেস্টের রিপোর্ট দিয়েছেন।
![]()
ফটো ক্রেডিট: TRAI/ MySpeed Portal
ভারতে জুন মাসে আপলোড স্পিডে এক নম্বরে রয়েছে Idea। Idea-র আপলোড স্পিড 5.9 Mbps। মে মাসেও আপলোড স্পিডে এক নম্বরে ছিল Idea। 5.3 Mbps আপলোড স্পিডে দুই নম্বরে রয়েছে Vodafone। তিন নম্বরে রয়েছে মুকেশ আম্বানির Jio। জুন মাসে Jio-র আপলোড স্পিড 5.1 Mbps। 3.8 Mbps এ আপলোড স্পিডে চার নম্বরে রয়েছে Airtel।
এই সপ্তাহের শুরুতেই TRAI গ্রাহকের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্য কড়া মনোভাব দেখিয়েছিল। TRAI জানিয়েছিল শুধুমাত্র গ্রাহক নিজে গ্রাহকের কাছ থেকে নেওয়া সব ব্যক্তিগত তথ্যের দাবিদার।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Instagram’s Edits App Updated With New Templates, Lock Screen Widgets and More