দেশের সব সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহকরা 129 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন
ভারতে 129 টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল Vodafone। এই প্ল্যানের সাথে 2GB ডেটা ব্যবহার করতে পারবেন Vodafone প্রিপেড গ্রাহকরা। সাথে থাকছে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহারের সুযোগ।
দেশের সব সার্কেলের Vodafone প্রিপেড গ্রাহকরা 129 টাকা প্ল্যান ব্যবহার করতে পারবেন। ইতিমধ্যেই Vodafone ওয়েবসাইটে এই প্ল্যান দেখা গিয়েছে। আগে 129 টাকা প্ল্যানে দিনে 1.5GB ডেটা ব্যবহার করা যেত। এবার এই প্ল্যানের সাথে মোট 2GB ডেটা দেবে Vodafone।
Vodafone ওয়েবসাইটে 129 টাকা প্রিপেড প্ল্যান দেখা গিয়েছে
অতিরিক্ত 500 MB ডেটা ছাড়া 129 টাকা প্যানে অন্য কোন পরিবর্তন আসেনি। আগের মতোই এখনও এই প্ল্যানের সাথে আনলিমিটেড লোকাল, ন্যাশানল ও রোমিং কল করা যাবে। সাথে থাকছে দিনে 100 টি SMS এর সুবিধা। আগের মতোই 129 টাকা প্ল্যানে 28 দিন ভ্যালিডিটি পাওয়া যাবে।
Airtel প্রিপেড 129 টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হবে Vodafone এর 129 টাকা প্রিপেড প্ল্যান। Airtel 129 টাকা প্রিপেড প্ল্যানেও দিনে 2GB ডেটার সাথে আনলিমিটেড কল আর দিনে 100 টি SMS ব্যবহার করা যায়। সাথে থাকে Airtel TV আর Wynk Music সাবক্রিপশন। 129 টাকা Airtel প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি 28 দিন।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন