Samsung Galaxy S11 ফোনে Samsung Exynos 990 চিপসেট ব্যবহার হবে। এই চিপসেটে 30 ফ্রেম প্রতি সেকেন্ড স্পিডে 8K ভিডিও রেকর্ডিং সাপোর্ট রয়েছে। ফলে Samsung Galaxy S11 ফোনে এই ফিচার প্রত্যাশিত ছিল।
নতুন মোবাইল চিপসেট নিয়ে এল Samsung। সম্প্রতি লঞ্চ হয়েছে নতুন Exynos 990। 2020 সালে Samsung ফ্ল্যাগশিপ স্মার্টফোনে এই চিপসেট ব্যবহার হবে। 7 ন্যানোমিটার প্রসেস আর অক্টাকোর ট্রাই ক্লাস্টার আর্কিটেকচারে তৈরি হয়েছে Exynos 990 চিপসেট।