Motorola Razr 60 ভারতে মে মাসে 8 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ অপশনে লঞ্চ হয়েছিল। তখন দাম ছিল 49,999 টাকা। আর এখন ফ্লিপ-ফোল্ডে ফোনটি ফ্লিপকার্টে 39,999 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কোম্পানি 10,000 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে।
ফ্লিপকার্ট বিগ ব্যাং দিওয়ালি সেলে Nothing Phone 3a এর 8 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ 20,999 টাকায় বিক্রি হবে। যেখানে মার্চ ভারতে লঞ্চ হওয়ার সময় দাম 24,999 টাকা ছিল। 4,000 টাকা সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে কোম্পানি।