খুব শীঘ্রই ভারতের বাজারে HMD কোম্পানি লঞ্চ করতে পারে তাদের একটি নতুন ফ্লিপ ফোন, যেটির নাম HMD Barbie Flip। এর আগে বার্বি ফ্লিপ ফোনটি 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে লঞ্চ হয়েছিল। ফোনটি একটি আকর্ষণীয় গোলাপী রঙের বিকল্পে উপস্থিত হয়েছে। শুধু হ্যান্ডসেটটিই নয়, এটির আনুষাঙ্গিক উপকরণগুলিও গোলাপী রঙের