চরম প্রতিযোগিতা টেলিকম সেক্টারে। দীপাবলীর আগে আবার গ্রাহকদের 100% ক্যাশব্যাক দেওয়ার ঘোষণা করল Jio। কোম্পানি জানিয়েছে 149 টাকার বেশি সব রিচার্জে পাওয়া যাবে 100% ক্যাশব্যাক।
অগাস্ট মাসে লঞ্চের পরে ইতিমধ্যেই একাধিক ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে Jio Phone 2। শুধুমাত্র Jio.com থেকেই কেনা যায় এই স্মার্টফোন। Jio.com ওয়েবসাইটে Jio Phone 2 এর দাম 2,999 টাকা।
Nokia 8110 4G এর দাম 5999 টাকা। কালো ও হলুদ রঙে পাওয়া যাবে এই ফোন। ইতিমধ্যেই সারা দেশের অফলাইন রিটেলারদের কাছে পাওয়া যাচ্ছে এই ফিচার ফোন। এছাড়াও কোম্পানির অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে ‘বানানা ফোন’।
12 সেপ্টেম্বর বুধবার ফ্ল্যাশসেলে কেনা যাবে লেটেস্ট এই ফিচারফোন। 12 সেপ্টেম্বর দুপুর 12টায় Jio Phone 2 ফ্ল্যাশসেল হবে বলে কোম্পানির ওয়েবসাইটে জানানো হয়েছে।