399 টাকা থেকে 2999 টাকা পর্যন্ত Vodafone পোস্টপেড প্ল্যানে গ্রাহকরা বিল গ্যারান্টি, মোবাইল শিল্ড, Amazon ও Netflix এর বিনামূল্যে সাবস্ক্রিপশানের মতো সুবিধা পেলেও 299 টাকার প্ল্যানে এই ধরনের সুবিধা পাওয়া যাবে না।
সম্প্রতি পোস্টপেড বাজারেও নাম লিখিয়েছে Jio। কিছুদিন আগেই নিজেদের পোস্টপেড প্ল্যান ঢেলে সাজিয়ে পোস্টপেড গ্রাহকদের আরও বেশি সুবিধা দিতে শুরু করেছে Vodafone।
নিজেদের পোস্টপেড প্ল্যান ঢেলে সাজালো Vodafone। Jio কে বাজারে টক্কড় দিতেই এই প্ল্যানগুলি লঞ্চ করেছে Vodafone। এর সাথেই নতুন এই প্ল্যানের গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime মেম্বারশিপ দিচ্ছে কোম্পানি। কিছু পোস্টপেড প্ল্যানের সাথে বিনামূল্যে Netflix এর সাবস্ক্রপশানও দিচ্ছে Vodafone।
এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়ার পোস্টপেইড প্লান এর তুলনায় জিও বেশি ডাটা প্রদান করে। তবে জিওর এই পোস্টপেইড প্লান কি সত্যিই ভাল, না এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া সেলুলার কিছু ক্ষেত্রে বেশি ভাল? এই চারটি কোম্পানির গ্রাহকদের সুবিধার জন্য, আমরা সবচেয়ে সাশ্রয়ী মূল্যের পোস্টপেইড প্লানের তুলনা করছি।