28 জানুয়ারি থেকে Amazon আর Flipkart এ অনলাইনে বিক্রি শুরু হবে এই ডিভাইস দুটি। এছাড়াও সমস্ত বড় অফলাইন রিটেল চেনে পাওয়া যাবে Microsoft Surface Pro 6 আর Surface Laptop 2।
Apple iPad Pro আর Samsung Galaxy Tab S4 কে টাক্কা দিতে ভারতে Surface Go লঞ্চ করেছে Microsoft। 10 ইঞ্চি 4GB RAM আর 64GB স্টোরেজে Microsoft Surface Go এর দাম 38,599 টাকা।
শুরু হয় বেন্ড টেস্ট। সেখানে iPad Pro এর থেকে বেশি সময় টিকে থেকেছে Microsoft Surface Pro 6। এরপরে নতুন Microsoft Surface Pro 6 ট্যাবলেট খুলে তার বিভিন্ন যন্ত্রাংশ আলাদা করে দেখানো হয়েছে এই ভিডিওতে।