সোমবার ভারতে লঞ্চ হবে Moto G6 Plus। কয়েক মাস আগে ব্রাজিলে Moto G6 আর Moto G6 Play ফোনের সাথে বিশ্ব বাজারে এসেছিন Moto G6 Plus। ভারতে ইতিমধ্যেই Moto G6 আর Moto G6 Play ল্লঞ্চ হলেও কোন অজ্ঞাত কারণে এতদিন ভারতের বাজারে আসেনি Moto G6 Plus।
এই বছর এপ্রিল মাসে Moto E5, Moto E5 Play ও Moto G6 সিরিজের ফোনগুলির সাথে বিশ্ববাজারে Moto E5 Plus ফোনটি লঞ্চ করেছিল Motorola। ভারতের Moto E5 Plus ফোনেও একই স্পেসিফিকেশান থাকবে বলেই মনে করা হচ্ছে।
সম্প্রতি লঞ্চ হয়েছে Moto G6 আর Moto G6 Play। এই দুই ফোনের হাত ধরে 18:9 ডিসপ্লে ট্রেন্ডে নাম লিখিয়েছে Motorola। এই দুটি ফোনের মধ্যে Moto G6 Play এর দাম কম। এই বাজেট ফোনের অন্যতম প্রধান আকর্ষন ফোনের 4000 mAh ব্যাটারি।
ইন্টারনেটে লাইভ স্ট্রিম হবে Moto G6 আর Moto G6 Play লঞ্চ ইভেন্ট। সোমবার ভারতীয় সময় সকাল 11:45 এ এই ইভেন্ট শুরু হবে। YouTube এ সরাসরি সম্প্রচারিত হবে এই লঞ্চ ইভেন্ট।