মোটোরোলা তাদের অফিসিয়াল X প্রোফাইল থেকে একটি পোস্ট করে জানিয়েছে, ভারতে Moto G96 5G লঞ্চ হবে জুলাই 9 দুপুর 12টায়। টিজারে ফোনটির ডিজাইন ও কালার অপশন প্রকাশ করা হয়েছে। এটি অ্যাশলে ব্লু, ড্রেসডেন ব্লু, ক্যাটেলিয়া অর্কিড ও গ্রিনার প্যাসচার রঙের বিকল্পে উপলব্ধ হবে।