অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের বাজারে আসতে চলেছে Motorola Razr 60
বিশ্বের বাজারের পর এবার ভারতের বাজারে আসতে চলেছে Motorola Razr 60 ফোনটি। লঞ্চের আগেই ইতিমধ্যে হ্যান্ডসেটটির স্পেসিফিকেশন জানা গিয়েছে। কোম্পানি হ্যান্ডসেটটির একটি মাত্র RAM এবং স্টোরেজ বিকল্পের সাথে আনতে চলেছে বলে ঘোষণা করেছে। Motorola Razr 60 ফোনটি MediaTek Dimensity 7400X SoC দ্বারা চালিত হবে এবং পরের সপ্তাহে এটি পাওয়া যাবে