Nokia 8.1 ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 4GB RAM আর Android 9.0 Pie অপারেটিং সিস্টেম। গত মাসে চিনে লঞ্চ হওয়া Nokia X7 ফোনটি বিশ্ব বাজারে Nokia 7.1 Plus নামে লঞ্চ হওয়ার কথা ছিল। এখন নতুন রিপোর্টে জানা গিয়েছে বিশ্ব বাজারে এই ফোন Nokia 8.1 নামে লঞ্চ হবে।
গত মাসে চিনে লঞ্চ হওয়া Nokia X7 ফোনটি বিশ্ব বাজারে Nokia 7.1 Plus নামে লঞ্চ হওয়ার কথা ছিল। এখন নতুন রিপোর্টে জানা গিয়েছে বিশ্ব বাজারে এই ফোন Nokia 8.1 নামে লঞ্চ হবে।
GeekBench ওয়েবসাইটে Nokia X7 ফোনে 1,827 সিঙ্গেল কোর স্কোর করেছে। মাল্টি কোরে এই ফোন 5,937 কোর করেছে। Nokia X7ফোনে থাকবে Snapdragon 710 চিপসেট, 6GB RAM। যদিও 4GB RAM ভেরিয়েন্টেও বাজারে আসবে এই স্মার্টফোন।
কোম্পানির তাইওয়ানের ওয়েবসাইটে দুটি নতুন ছবি পোস্ট করা হয়েছে। প্রথম ছবিতে দেখা যাচ্ছে নতুন এই স্মার্টফোনে থাকবে লম্বা ডিসপ্লে। যদিও এই ছবিতে ডিসপ্লের উপরে কোন নচ দেখা যায়নি।