জুন মাসে 25,000 টাকার মধ্যে কেনার জন্য সেরা পাঁচ স্মার্টফোন হল OnePlus Nord CE 4, Motorola Edge 60 Fusion, Poco X7, Redmi Note 14 Pro, ও Nothing Phone 3a।
ভারতে সম্প্রতি শুরু হয়ে গিয়েছে চলতি বছরের অ্যামাজন গ্রেট সামার সেল। সেলটি ভারতীয় গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন পণ্যের উপর লাভজনক ছাড়।গ্রাহকরা স্মার্টফোন, টিভি থেকে শুরু করে বাড়ির জিনিসপত্র কম দামে পাবেন এই সেলে
শুরু হয়ে গিয়েছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024। সেলটি সর্বসাধারনের জন্য 27 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে।চলতি সেলে 20000 টাকার নিচের ফোনগুলিতে থাকছে দারুন সমস্ত অফার। Samsung,one plus, iQOO এর মত কোম্পানীর ফোনগুলি উপলব্ধ আছে। গ্রাহকরা SBI কার্ডের মাধ্যমে লেনদেনের জন্য বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন