শুরু হয়ে গিয়েছে অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল 2024। সেলটি সর্বসাধারনের জন্য 27 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে গিয়েছে।চলতি সেলে 20000 টাকার নিচের ফোনগুলিতে থাকছে দারুন সমস্ত অফার। Samsung,one plus, iQOO এর মত কোম্পানীর ফোনগুলি উপলব্ধ আছে। গ্রাহকরা SBI কার্ডের মাধ্যমে লেনদেনের জন্য বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন