চীনের বাজারে আসতে চলেছে একটি নতুন স্মার্টফোন-Oppo Find N5, এক ফোল্ডবল হ্যান্ডসেট
খুব শীঘ্রই চীনের বাজারে Oppo কোম্পানি নিয়ে আসতে চলেছে একটি দুর্দান্ত ফোল্ডবল স্মার্টফোন Oppo Find N5। হ্যান্ডসেটটি চলতি মাসেই লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। Oppo Find N5-ফোনটির কাঠামো অসাধারণ পাতলা বলে কোম্পানি দাবি করেছে এবং এটিকে বইয়ের আকারে ভাঁজ করা যাবে। হ্যান্ডসেটটি Snapdragon 8 Elite চিপসেট দ্বারা চালিত হতে পারে