Oppo Pad Air 5 সর্বোচ্চ 12 জিবি পর্যন্ত র্যাম ও 256 জিবি স্টোরেজের সঙ্গে যুক্ত। ডিভাইসে Android 16 নির্ভর ColorOS 16 প্রি-ইনস্টল আছে। 10,050mAh ব্যাটারি 33W ফাস্ট চার্জিং প্রযুক্তির সঙ্গে এসেছে। ট্যাবলেটে 5G নেটওয়ার্ক শেয়ারিং ও আইফোনে দ্রুত ফাইল ট্রান্সফার করার সুবিধাও রয়েছে।