মাসের শেষে দুর্দান্ত সেল নিয়ে হাজির হল Flipkart। এই সেলে সস্তা হয়েছে Google Pixel 3, Motorola One Power, Honor 9N, Poco F1 আর Nokia 6.1। 31 জুলাই পর্যন্ত এই সেল চলবে।
বুধবার নতুন দুটি ফোন লঞ্চ করল Oppo। এই দুটি ফোন হল Oppo Reno আর Oppo Reno 10x Zoom Edition। আপাতত শুধুমাত্র চিনের বাজারে এই দুটি ফোন লঞ্চ হলেও 24 এপ্রিল বিশ্ববাজারে এই ফোন নিয়ে আসবে Oppo।