Oppo Reno 14 5G সিরিজে প্রিমিয়াম ফোনের জগতে আলোড়ন ফেলতে পারে৷ এতে ভয়েস এনহ্যান্সার, এআই এডিটর 2.0, এআই রিকম্পোজ, এআই পারফেক্ট শট, এআই স্টাইল ট্রান্সফার এবং এআই লাইভফটো 2.0-এর মতো বেশ কিছু AI-সমর্থিত ফিচার্স রয়েছে বলে জানা গিয়েছে।
চীনা ভেরিয়েন্টের মতো, Oppo Reno 14 Pro 5G-এর ভারতীয় এডিশনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। আর বেস Reno 14 5G ট্রিপল ক্যামেরার সাথে আসবে। উভয় ফোনেই 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ও একাধিক AI ফিচার্স থাকবে।
Oppo Reno 14 সিরিজ ভারতে শীঘ্রই লঞ্চ হতে পারে। এটি গত মাসে চীনে উন্মোচিত হয়েছে। এই প্রিমিয়াম মিড-রেঞ্জার স্মার্টফোনে শক্তিশালী প্রসেসর ও ব্যাটারি-সহ বিভিন্ন আকর্ষণীয় ফিচার্স রয়েছে।