Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, ও Reno 15 Pro Mini 5G প্রিমিয়াম ফিচার্সের সাথে ভারতে আসছে। দুই Pro মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। তিনটি ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। Poco M8 5G-এর সামনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে।
Oppo Reno 15 Pro Mini-এর 12 জিবি র্যাম ও 256 জিবি অনবোর্ড স্টোরেজ মডেলের বক্স প্রাইস প্রকাশ্যে এসেছে। তবে মনে রাবেন, স্মার্টফোনের বক্স প্রাইস সাধারণত আসল দামের চেয়ে কিছুটা বেশি রাখা হয়। ফলে সেই কারণে প্রকৃত বিক্রয়মূল্য কম হতে পারে।
Oppo Reno 15 Pro Max-এর সবথেকে শক্তিশালী সেলিং পয়েন্ট হবে ক্যামেরা সেটআপ। ডিভাইসটিতে প্রাইমারি ক্যামেরা হিসেবে একটি 200 মেগাপিক্সেল সেন্সর মিলবে। সঙ্গে 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 50 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে।