খুব শীঘ্রই মুক্তি পাবে শত্রু এবং প্রশান্ত কার্থি অভিনীত চলচ্চিত্র “পথুগাড্ডা”
খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রক্ষা ভিরান দ্বারা পরিচালিত সিনেমা “পথুগাড্ডা”। সিনেমাটি অনেকদিন ধরেই আলোচনার বিষয় হয়ে আছে কারণ এটি 2024 সালেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু বিশেষ কারণে এটি দেরিতে মুক্তি করা হচ্ছে। সবচেয়ে আগ্রহের বিষয় হলো এটি কোনো প্রেক্ষাগৃহে নয়, OTT প্ল্যাটফর্মে রিলিজ করা হতে চলেছে