Poco M8 5G-এর বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে রিভার্স চার্জিং, ছয় বছর সফটওয়্যার সাপোর্ট, Dolby Atmos প্রযুক্তির সাথে ডুয়াল স্টিরিও স্পিকার, AI ডুয়াল ব্যাক ক্যামেরা, 20MP সেলফি ক্যামেরা, 4K ভিডিও রেকর্ডিং সাপোর্ট, মিলিটারি গ্রেড ডিউরাবিলিটি, এবং ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ আরও অনেক কিছু।
Oppo Reno 15 5G, Reno 15 Pro 5G, ও Reno 15 Pro Mini 5G প্রিমিয়াম ফিচার্সের সাথে ভারতে আসছে। দুই Pro মডেলে 200 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। তিনটি ফোনেই 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মিলবে। Poco M8 5G-এর সামনে 3D কার্ভড ডিসপ্লে থাকবে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট ও FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে।