Poco X7 5G সিরিজটি নিয়ে আসতে চলেছে Poco X7 এবং Poco X7 Pro
Poco খুব শীঘ্রই তাদের একটি নতুন হ্যান্ডসেট সিরিজ আনবে বলে জানিয়েছে। আগামী 9ই জানুয়ারি, Poco কোম্পানী তাদের Poco X7 5G সিরিজটি ভারতে লঞ্চ করবে। Poco X7 5G সিরিজটি দুটি হ্যান্ডসেটের সমন্বয়ে, একটি বেস মডেল Poco X7 5G এবং অন্যটি Poco X7 Pro 5G