এখন হাই-পারফরম্যান্স অথবা শক্তিশালী ব্যাটারির স্মার্টফোনে তাপ অপসারণের কার্যকরী পদ্ধতি হিসেবে বিল্ট-ইন ফ্যানের মতো অ্যাক্টিভ কুলিং সিস্টেম ব্যবহার হচ্ছে। Oppo K13 Turbo সিরিজ আগস্টে ভারতে লঞ্চ হয়েছে যা দেশের প্রথম সেন্ট্রিফিউগাল ফ্যান যুক্ত ফোন।
ভারতের বাজারে Realme কোম্পানী লঞ্চ করছে Realme GT Concept Phone। হ্যান্ডসেটটি 320W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন সহ একটি 10000mAh ব্যাটারী থাকতে পারে। তবে Realme GT Concept ফোনটির ওজন মাত্র 200 গ্রাম হবে বলে কোম্পানি জানিয়েছে। Realme GT Concept ফোনটি Realme GT সিরিজের অংশ হিসেবে যোগ করা হবে