ভারতের বাজারে Realme কোম্পানী লঞ্চ করছে Realme GT Concept Phone। হ্যান্ডসেটটি 320W তারযুক্ত দ্রুত চার্জিং ব্যবস্থাকে সমর্থন সহ একটি 10000mAh ব্যাটারী থাকতে পারে। তবে Realme GT Concept ফোনটির ওজন মাত্র 200 গ্রাম হবে বলে কোম্পানি জানিয়েছে। Realme GT Concept ফোনটি Realme GT সিরিজের অংশ হিসেবে যোগ করা হবে