Realme GT 7 Pro গত বছরের নভেম্বর মাসে লঞ্চ হওয়ার সময় 59,999 টাকা দাম ছিল। বর্তমানে এটি ফ্লিপকার্টে 44,499 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ কোম্পানি 15,500 টাকার ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে।
চীনের পর এবার ভারতের বাজারেও লঞ্চ হতে চলেছে Realme GT 7। হ্যান্ডসেটটি অসাধারণ গেমিং অভিজ্ঞতা দেওয়ার দাবি করেছে। Realme GT 7 ফোনটি MediaTek Dimensity 9400+ প্রসেসর পেতে পারে। কোম্পানি জানিয়েছে যে হ্যান্ডসেটটিতে 50 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে
Realme কোম্পানী ভারতের বাজারে এক নতুন হ্যান্ডসেট লঞ্চ করেছে ,Realme GT 7 Pro।কোম্পানির এই নতুন হ্যান্ডসেটটি উল্লেখযোগ্য আপগ্রেডের সাথে উপস্থিত হয়েছে। Realme GT Pro-হ্যান্ডসেটটিতে একদম নতুন Snapdragon 8 Elite চিপসেট যুক্ত করা হয়েছে। অন্যান্য প্রসেসরের তুলনায় এই নতুন প্রসেসরটি উন্নতমানের কার্যক্ষমতা প্রদান করতে সক্ষম