Realme P3 Lite 5G ভেজা হাতে বা জলের ফোঁটা লেগে থাকা অবস্থাতেও মসৃণভাবে ফোনটি ব্যবহার করা যাবে। এটি রিয়েলমির রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের কামাল, যার সাহায্যে স্ক্রিন ভিজে গেলেও টাচ রেসপন্স ঠিকভাবে কাজ করে।
Realme P3 Lite 5G-এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর বৈশিষ্ট্যগুলির মধ্যে Google Gemini ও AI স্মার্ট লুপ থাকতে পারে। রেনওয়াটার স্মার্ট টাচ ফিচারের সাহায্যে ভেজা হাতে বা জলের ফোঁটা লেগে থাকা অবস্থাতেও মসৃণভাবে ফোন ব্যবহার করা যায়।