কবে ভারতে আসছে Realme X2 Pro? জানিয়ে দিল Realme
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছে Realme X2 Pro। এই ফোনে রয়েছে ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন। 20 নভেম্বর ভারতে এই ফোন লঞ্চ হবে। ঐ দিন দুপুর 12 টা 30 মিনিটে নতুন দিল্লিতে এক ইভেন্টে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করবে Realme।