Realme XT ফোনের পিছনে কোয়াড ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। এই প্রথম ভারতে কোন স্মার্টফোনে 64 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme।
চলতি মাসে লঞ্চ হয়েছিল Realme XT। ইতিমধ্যেই ফ্ল্যাশ সেলের মাধ্যমে এই ফোন বিক্রি শুরু করেছিল Realme। রবিবার ওপেন সেলে বিক্রি শ্যর্য হল 64MP ক্যামেরার এই স্মার্টফোন।
শুক্রবার ভারতে লঞ্চ হল Realme XT। এই ফোনের পিছনে ক্যামেরায় রয়েছে একটি 64 মেগাপিক্সেল সেন্সর। ফোনের পিছনে চারটি ক্যামেরার সাথেই এই ফোনে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা ব্যবহার করেছে Realme।