মে মাসে সম্পূর্ণ নতুন সিরিজে লঞ্চ হয়েছিল Redmi K20। সম্প্রতি লঞ্চ হয়েছে এই সিরিজের পরবর্তী স্মার্টফোন Redmi K30। Redmi K20 ফোনে পপ-আপ সেলফি ক্যামেরা ডিজাইন ব্যবহার করেছিল Xiaomi। Redmi K30 ফোনে রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে।
10 ডিসেম্বর লঞ্চ হবে Redmi K30। ইতিমধ্যেই 5G ভেরিয়েন্টে এই ফোন লঞ্চের খবর নিশ্চিত করেছেন Xiaomi প্রধান লেই জুন। এবার Redmi প্রধান লু ওয়েইবিং জানালেন 4G ভেরিয়েন্টেও লঞ্চ হবে Redmi K30।