Redmi Note 15 5G ভারতে আসার আগেই দাম ফাঁস হয়েছে। ফোনটি জিবি পর্যন্ত র্যাম ও সর্বোচ্চ 256 জিবি অনবোর্ড স্টোরেজ অপশনে উপলব্ধ হতে পারে। এতেতে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির একটি 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা মিলবে যা 4K ভিডিও রেকর্ড করতে পারবে।