সোমবার ভারতে সস্তা হয়েছে Redmi Note 7 Pro, Redmi Note 7S, Redmi Y3 আর Redmi 7। ভারতে এই ফোনগুলির দাম 1,000 টাকা পর্যন্ত কমেছে। চারটি স্মার্টফোন ছাড়াও ভারতে Mi Home Security Camera Basic এর দাম কমেছে। 1,799 টাকায় এই সিকিউরিটি ক্যামেরা পাওয়া যাচ্ছে।
Redmi Note 7S ফোনের প্রধান আকর্ষন এই ফোনের রিয়ার ক্যামেরা। এই ফোনের ডুয়াল ক্যামেরায় থাকছে 48MP প্রাইমারি সেন্সার। সাথে একটি 5MP ডেপ্ত সেন্সার থাকছে। ডুয়াল ক্যামেরার সাথে থাকছে LED ফ্ল্যাশ, PDAF আর আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।