Redmi Pad 2 Pro 5G-এর-এর জন্য তৈরি মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে যে এই ট্যাবলেটে 12,000mAh ব্যাটারি থাকবে। সংস্থার দাবি, এটি একটি 12.1 ইঞ্চি ট্যাবলেটে ব্যবহৃত বিশ্বের সবচেয়ে বড় ব্যাটারি। অর্থাৎ একই আকারের স্ক্রিনে থাকা কোনও ট্যাবে পূর্বে এত বড় mAh ব্যাটারি দেখা যায়নি।
Redmi Pad 2 Pro 5G-এর গ্লোবাল ভার্সনে যে সমস্ত হার্ডওয়্যার ও কনফিগারেশন আছে, ভারতীয় সংস্করণে একই বৈশিষ্ট্য থাকবে বলে আশা করা যায়। সে ক্ষেত্রে ট্যাবটি এতে 12,000mAh ব্যাটারি, 12.1 ইঞ্চি ডিসপ্লে, এবং Snapdragon 7s Gen 4 প্রসেসর থাকতে পারে।
Poco Pad M1-এর বিশেষত্ব হল 12,000mAh ব্যাটারি। এটি 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ট্যাবের সামনে 12.1 ইঞ্চি এলসিডি ডিসপ্লে থাকবে, যা 1,600 × 2,560 পিক্সেল রেজোলিউশন ও 120 হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করবে।
Redmi Pad 2 Pro ট্যাবে কোয়াড স্পিকার আছে। এটি ডলবি অ্যাটমস, হাই-রেজ অডিও, এবং 300 শতাংশ অডিও বুস্ট সাপোর্ট করে। ছবি এবং ভিডিয়ো তোলার জন্য, ট্যাবলেটের সামনে ও পিছনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর রয়েছে।