চীনের বাজারে আবারও Redmi-কোম্পানী লঞ্চ করলো তাদের নতুন একটি হ্যান্ডসেট Redmi Turbo 4। হ্যান্ডসেটটি কোম্পানির প্রথম স্মার্টফোন যা, MediaTek Dimensity 8400 Ultra চিপসেট দ্বারা চালিত হয়ে উপস্থিত হয়েছে। এছাড়াও Redmi Turbo 4-ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা ইউনিট নিয়ে এসেছে, যেটিতে একটি 50-মেগাপিক্সেলের ক্যামেরা আছে
সম্প্রতি Realme জানিয়েছে, তাদের Realme Turbo 4 স্মার্টফোনটি 2025 সালের প্রথমার্ধে চীনের বাজারে লঞ্চ করা হতে পারে। এটিতে MediaTek Dimensity 8400 Ultra চিপসেট থাকবে। কোম্পানির এটি প্রথম স্মার্টফোন যেটি এই চিপসেট পাচ্ছে। অন্যদিকে কোম্পানির আরো একটি স্মার্টফোনকে MediaTek Dimensity 8400 SoC-র সাথে দেখানো হয়েছে। তবে এটির নাম এখনো প্রকাশ করা হয়নি
মাত্র 17 মিনিটে 4,000 mAh ব্যাটারির Xiaomi ফোন সম্পূর্ণ চার্জ হতে দেখা গিয়েছে। একই সময়ে Oppo Super VOOC চার্জার ব্যবহার করে 3,700 mAh ব্যাটারির Oppo স্মার্টফোন মাত্র 65 শতাংশ চার্জ হয়েছে।