লঞ্চের আগেই ফাঁস হল Realme 5s ফোনের স্পেসিফিকেশন
20 নভেম্বর ভারতে লঞ্চ হবে Realme 5s। সম্প্রতি এই ফোনের একাধিক টিচার প্রকাশ করেছে Realme। নতুন Realme 5s ফোনের ভিতরে থাকছে Snapdragon 665 চিপসেট। একই ইভেন্ট থেকে লঞ্চ হবে ভারতে কোম্পানির প্রথম ফ্ল্যাগশিপ স্মার্টফোন Realme X2 Pro।