অনেক দিন ধরেই Redmi K30 ফোন ঘিরে টেক দুনিয়ায় উন্মাদনা চরমে। অবশেষে মঙ্গলবার এই ফোন লঞ্চ করতে চলেছে Xiaomi। একই ইভেন্ট থেকে আজ লঞ্চ হবে কোম্পানির নতুন 13 ইঞ্চি ল্যাপটপ RedmiBook 13, নতুন স্মার্ট স্পিকার আর নতুন রাউটার।
2020 সালের Qualcomm এর ফ্ল্যাগশিপ চিপসেট ব্যবহার করে Motorola স্মার্টফোন বাজারে আসবে। সম্প্রতি লঞ্চ হওয়া Snapdragon 865 আর Snapdragon 765 চিপসেট ব্যবহার করে শীঘ্রই স্মার্টফোন লঞ্চ করবে Motorola।