Tecno Spark Go 5G ব্যবহারকারীরা 5 বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স পাবে বলে দাবি করেছে কোম্পানি। এতে টেকনোর নিজস্ব Ella AI অ্যাসিস্ট্যান্ট আছে যা বাংলা, হিন্দি, মারাঠি, গুজরাতি, তামিল সহ একাধিক ভারতীয় ভাষায় উত্তর দিতে সক্ষম।
Tecno Spark Go 5G 5G সিম, ওয়াইফাই বা ইন্টারনেট সংযোগ ছাড়াই কল করার সুবিধা দেবে। আপৎকালীন পরিস্থিতিতে এই ফিচারটি অত্যন্ত দরকারী। ফোনটি 5G ক্যারিয়ার অ্যাগ্রিগেশনও সাপোর্ট করে৷ এর ফলে দ্রুত ও আরও নির্ভরযোগ্য নেটওয়ার্ক পাওয়া যাবে।