Vivo S50 Pro Mini আসছে iPhone Air-এর মতো ডিজাইন নিয়ে, থাকবে হাই-টেক ফিচার্স
Vivo S সিরিজের কোনও স্মার্টফোনে লেটেস্ট ফ্ল্যাগশিপ Snapdragon প্রসেসর ব্যবহার হবে। ভিভো দাবি করছে, ডিভাইসটি AnTuTu বেঞ্চমার্কে 30 লাখের বেশি পয়েন্ট অর্জন করেছে। এতে IP68 + IP69 স্তরের জল ও ধুলো প্রতিরোধী ক্ষমতা থাকবে। ফোনটিতে 6,500mAh ব্যাটারি মিলবে যা 90W ওয়্যার্ড ও 40W ওয়্যারলেস ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।