Android ডিভাইসে ডার্ক মোডে একগুচ্ছ পরিবর্তন আনছে WhatsApp। সম্প্রতি বিটা গ্রাহকদের জন্য ডার্ক মোডে একাধিক পরিবর্তন এসেছে। এছাড়াও VoIP স্ক্রিনে ডার্ক মোডে নতুন স্ক্রিন যোগ হয়েছে।
মেসেজ ফরওয়ার্ড ইনফো নিয়ে এসেছে WhatsApp beta 2.19.87 আপডেট। এই ফিচারে যে কোন মেসেজ কত বার ফরওয়ার্ড করা হয়েছে তা জানা যাবে। আপনি মেসেজ ফরওয়ার্ড করলেই এই তথ্য দেখতে পাবেন। এর সাথেই তডার্ক মোড যোগ হয়েছে।
Whatsapp -এ যোগ হয়েছে ডার্ক মোড। অনেক দিন ধরেই অপেক্ষা থাকার পরে অবশেষে Android বিটা ভার্সানে এই ফিচার পৌঁছাল। শিঘ্রই স্টেবেল আপডেটেও এই ফিচার পৌঁছে যাবে