Photo Credit: WABetaInfo
WhatsApp -এ যোগ হয়েছে ডার্ক মোড
Android ফোনে নতুন বিটা আপডেট পেল WhatsApp। WhatsApp 2.19.82 বিটা ভার্সানে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপে যোগ হয়েছে ডার্ক মোড। অনেক দিন ধরেই অপেক্ষা থাকার পরে অবশেষে Android বিটা ভার্সানে এই ফিচার পৌঁছাল। শিঘ্রই স্টেবেল আপডেটেও এই ফিচার পৌঁছে যাবে। ডার্ক মোডে WhatsApp অ্যাপ এর ব্যাকগ্রাউন্ড কালো থাকবে। এর ফলে দীর্ঘ সময় WhatsApp ব্যবহারে চোখে কম চাপ পরবে।
WABetaInfo ওয়েবসাইটে প্রথম এই খবর সামনে এসেছে। ইতিমধ্যেই WhatsApp ডার্ক মোডের স্ক্রিন শট প্রকাশিত হয়েছে এই ওয়েবসাইটে। আপাতত শুধুমাত্র সেটিংস মেনুতে ডার্ক মোড কাজ করছে।
WhatsApp ডার্ক মোডের স্ক্রিন শট
রিপোর্টে জানানো হয়েছে, OLED ডিসপ্লের জন্য সম্পূর্ণ কালো ব্যাকগ্রাউন্ড ব্যবহার না করে কালচে ধুসর রঙের ব্যাকগ্রাউন্ড ব্যবহার হয়েছে। এর ফলে ডার্ক মোড ব্যবহারে ফোনের ব্যাটারি ব্যাক আপ এ কোনও পরিবর্তন দেখা যাবে না।
সম্প্রতি এক আপডেটে মোট কত বার কোন মেসেজ ফরওয়ার্ড করা হয়েছে তা জানিয়ে দেবে জনপ্রিয় মেসেজিং সার্ভিস। এই ভাবেই ভুয়ো খবর প্রচার রুখতে সচেষ্ট হচ্ছে WhatsApp।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.