বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp। এখানে মেসেজ পাঠানোর পরেও সেই মেসেজ ডিলিট করা সম্ভব। একবার ডিলিট হলে সেই মেসেজ আর কেউ দেখতে পাবেন না। যদিও বিশেষ উপায়ে ডিলিট হোওয়া মেসেজ দেখে নেওয়া সম্ভব।
সম্প্রতি বিটা ভার্সানে নিজে থেকে মেসেজ ডিলিট করার ফিচার যোগ করেছিল WhatsApp। শুরুতে Android ফোনে এই ফিচার যোগ হয়েছিল। এবার আইওএস গ্রাহকদের ফোনের নতুন ফিচার এসে গেল।