Lenovo Z5 Pro এর ভিতরে রয়েছে Snapdragon 710 চিপসেট। Lenovo Z5 Pro তে থাকবে Xiaomi Mi Mix 3 আর Honor Magic 2 এর মতো স্লাইডিং ক্যামেরা ডিজাইন। বৃহস্পতিবার চিনে এই স্মার্টফোন লঞ্চ করেছে Lenovo।
2018 সালে কোম্পানির একাধিক ডিভাইসে পৌঁছে যাবে লেটেস্ট Android Pie আপডেট। কোম্পানির অনেক ফোনেই এখনো Android Oreo আপডেট পৌঁছায়নি। 2018 সালের শেষে যে সব ফোনে Oreo আপডেট পৌঁছাবে সেই তালিকাও প্রকাশ করেছে চিনের কোম্পানিটি।
Mi Mix 3 তে থাকতে পারে 5G সাপোর্ট। খাবর সত্যি হলে এই প্রথম 5G নেটওয়ার্ক সাপোর্ট সহ কোন স্মার্টফোন বাজারে আসতে চলেছে। এছাড়াও Mi Mix 3 ফোনে থাকতে পারে 10GB RAM।
মাত্র 4 টাকার ফ্ল্যাশ সেলে Mi LED Smart TV 4 (55-inch), Redmi Y2, Redmi Note 5 Pro আর Mi Band 2 ডিভাইস কেনা যাবে। এর সাথেই Mi Mix 2 আর Mi Max 2 ফোনে বিশাল ছাড় দেবে Xiaomi।