ভারতের বাজারে লঞ্চ হয়ে গেলো Redmi-র পক্ষ থেকে একটি নতুন স্মার্টওয়াচ Redmi Watch Move। স্মার্টওয়াচটি বিভিন্ন শারীরিক মনিটরিং ফিচার নিয়ে এসেছে, যার দ্বারা ব্যবহারকারীরা নিজেদের হার্ট-রেট, ব্লাড অক্সিজেন লেভেল পর্যবেক্ষণ করতে পারবে। এটি মে মাসের 1 তারিখ থেকে বিক্রি করা হবে
সম্প্রতি লঞ্চ হয়েছিল Xiaomi Mi Watch Color। এই স্মার্টওয়াচে থাকছে একটি বৃত্তাকার ডায়াল। শুক্রবার চিনে এই স্মার্টওয়াচ বিক্রি শুরু করল Xiaomi। Mi Watch Color এ থাকছে একটি 1.39 ইঞ্চি বৃত্তাকার ডিসপ্লে।
মঙ্গলবার লঞ্চ হবে Mi CC9 Pro। একই সাথে লঞ্চ হবে Xiaami Watch আর Mi TV 5 সিরিজ। আজ চিনে এই প্রোডাক্টগুলি লঞ্চ করবে Xiaomi। নাম বদলে বুধবার স্পেনে Mi Note 10 লঞ্চ করবে Xiaomi।