H2 চিপসেট দ্বারা চালিত Air pods 4 টি তারবিহীন চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে
Photo Credit: Apple
AirPods 4 (pictured above) have been launched as the successor to 2021's AirPods 3
বিগত সোমবার Apple কোম্পানী তাদের “its Glow Time” অনুষ্ঠানের মাধ্যমে নতুন একটি AirPod উন্মোচন করেছে AirPods 4। এই নতুন অডিও পণ্যটি বিভিন্ন উন্নতমানের অভিজ্ঞতাকে বর্ধিত করে তুলেছে। এই নতুন ইয়ারপডটিতে সক্রিয় শব্দ বাতিলকরন প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। এছাড়াও এটিতে মেশিন লার্নিং বৈশিষ্ট্য এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য যুক্ত করা আছে। Apple park এ AirPods 4 এর উন্মোচনের পাশাপাশি কোম্পানী AirPods Max এ USB Type-C পোর্ট সংযুক্ত করেছে , যেটিকে হেডফোনটির আলোকিত পোর্টের স্থানটিতে প্রতিস্থাপন করা হয়েছে।
AirPods 4 টি দুটি বিকল্পের সাথে উপস্থাপিত হতে চলেছে সক্রিয় শব্দ বাতিলকরণ প্রযুক্তির সাথে সংযুক্ত হয়ে এবং বিহীন ভাবে। সক্রিয় শব্দ বাতিলকরণ প্রক্রিয়া সংযুক্তবিহীন অবস্থায় ভারতে Airpods 4 এর দাম 12,900 টাকা এবং সক্রিয় শব্দ বাতিলকরণ প্রক্রিয়ার সাথে সংযুক্ত AirPods টির দাম 17,900 টাকা। Apple কম্পানির নতুন এই AirPods 4 টি আজ থেকেই প্রী অর্ডার করা যাবে এবং আগামী 20 তারিখ থেকে এটি ক্রয় করা যাবে।
Apple কম্পানির AirPods 4 টি বর্তমানে ডেডিকেটেড সচ্ছলতা মোড সহ সক্রিয় শব্দ বাতিলকরন প্রক্রিয়ার সাথে উপস্থাপিত হয়েছে। এই বৈশিষ্ট্যটি পূর্বের AirPods pro( 2nd generation) এবং Airpods Max এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। এগুলি কোম্পানীর H2 চিপ দ্বারা চালিত এবং এগুলিতে একটি নতুন শাব্দিক স্থাপত্যর বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে,যেটি শব্দের গুণগত মানকে উন্নতমানের করে তোলে বলে দাবি করা হয়।
এছাড়াও Airpods টি ব্যক্তিগতকৃত স্থানিক অডিও, অভিযোজিত অডিও এবং কথপোকথনের সচেতনতা বৃদ্ধির সুবিধা প্রদান করে থাকে।
কোম্পানীর নতুন TWS ইয়ারফোনটি মেশিন লার্নিং বৈশিষ্ট্য দ্বারা যুক্ত আছে, যেটি ব্যবহারকারীদের বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে যেমন মাথা নাড়ানো ইত্যাদি ব্যবহার করে কল গ্রহণ করার সুবিধা দেয় । এগুলিতে AirPods pro (2nd generation) এর মত ভয়েস আইসোলেশন বৈশিষ্ট্য এবং ফোর্স সেন্সরও অন্তর্ভূক্ত করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে একটি নতুন USB Type-C চার্জিং কেসও উপস্থাপন করা হয়েছে , যেটি 30 ঘণ্টা পর্যন্ত চালানোর সময় দিয়ে থাকে। এছাড়াও বর্তমানে উল্ল্যেখযোগ্যভাবে AirPods 4 টি তারবিহীন চার্জিং ব্যাবস্থাকে সমর্থন করে।
Airpods 4 এর পাশাপাশি Apple কোম্পানী Airpods Max( কান ঢাকা হেডফোন)এর নতুন রঙের উন্মোচন করছে। এগুলি বর্তমানে নীল ,মিডনাইট এবং স্টারলাইট রঙের বিকল্পে পাওয়া যাবে। এটি আসল মডেলের মতো ব্যক্তিগতকৃত স্থানিক বৈশিষ্ট্যগুলিকে সমর্থন করে।
কোম্পানী তাদের Airpods pro (2nd generation) টিতে স্বাস্থ্য সম্পর্কিত বৈশিষ্ট্যটির সাথে সংযুক্ত হয়েছে।এটিতে এখন শ্রবণ পরীক্ষার বৈশিষ্ট্যটি সংযুক্ত করা হয়েছে । এছাড়াও Airpods pro( 2nd generation) টি শ্রবণযন্ত্রের ক্ষমতার সাথে নতুন নয়েজ অ্যাপ এবং ব্যক্তিগতকৃত শ্রবনযোগ্য পরিলেখটিকে সমর্থন করে থাকে।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Modern Times Now Streaming on Lionsgate Play: Everything You Need to Know About This Charlie Chaplin Masterpiece
Night Swim Streaming Now On JioHotstar: Everything You Need To Know About This Supernatural Horror
Apple's App Store Awards 2025 Finalists Include BandLab, HBO Max, Detail and More