Blaupunkt BH01 এর ভিতরে থাকবে একটি 300 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে 10 ঘন্টা গান শোনা যাবে। বেস প্রেমীদের জন্য থাকছে ‘টার্বো বাস মোড’।
Amazon.in থেকে বিক্রি শুরু হয়েছে Blaupunkt এর বাজেট হেডফোন
এতদিন ভারতে কার অডিওর জন্যই বিখ্যাত ছিল Blaupunkt। কিন্তু গত কয়েক মাসে একের পর এক হেডফোন, সাউন্ডবার, টিভি লঞ্চ করেছে কোম্পানিটি। একবার পার্সোনাল হোম অডিও বিভাগে নতুন ওয়্যারলেস হেডফোন নিয়ে এল মাত্র 1,699 টাকায় ভারতে লঞ্চ হয়েছে Blaupunkt BH01। ইতিমধ্যেই Amazon.in থেকে এই হেডফোন বিক্রি শুরু হয়েছে।
অন ইয়ার ডিজাইনে পাওয়া যাবে নতুন Blaupunkt BH01। থাকছে প্যাডেড কাপ আর হেডব্যান্ড। ভাঁজ করে খুব সহজেই ব্যাগে ঢুকে যাবে Blaupunkt BH01। BH01 এর ভিতরে থাকছে 40 মিলিমিটার ডাইনামিক ড্রাইভার আর Bluetooth 5.0 সাপোর্ট। হ্যান্ডস ফ্রি কল করার জন্য থাকছে মাইক্রোফোন। সাথে থাকছে প্লে ব্যাক ও ভলিউম বাটন।
Blaupunkt BH01 এর ভিতরে থাকবে একটি 300 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এই ব্যাটারিতে এক চার্জে 10 ঘন্টা গান শোনা যাবে। বেস প্রেমীদের জন্য থাকছে ‘টার্বো বাস মোড'। 3.5 মিমি AUX কেবেল ব্যবহার করে এই হেডফোনে গান শোনা যাবে।
সম্প্রতি লঞ্চ হয়েছে Blaupunkt BTW01 হেডফোন। এই হেডফোন কিনতে 5,999 টাকা খরচ হবে। এছাড়াও 13,990 টাকায় নতুন সাউন্ডবার লঞ্চ করেছে Blaupunkt।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
A Misanthrope Teaches a Class for Demi-Humans To Stream Soon on Crunchyroll