2019 সালে মোট 22.5 কোটি ওয়্যারেবেল ডিভাইস বিক্রি হবে। যা 2018 সালে বিক্রি হওয়া স্মার্টওয়াচের থেকে 25.8 শতাংশ বেশি। 2019 সালে মোট 7.4 কোটি স্মার্টওয়াচ বিক্রি হবে।
2019 সালে মোট 22.5 কোটি ওয়্যারেবেল ডিভাইস বিক্রি হবে। যা 2018 সালে বিক্রি হওয়া স্মার্টওয়াচের থেকে 25.8 শতাংশ বেশি। শুক্রবার এক সমীক্ষার রিপোর্টে এই তথ্য জানিয়েছে গ্রাটনার নামে এক কোম্পানি।
2019 সালে সারা বিশ্বের গ্রাহক ওয়্যারেবেল ডিভাইস কিনতে খরচ করবেন মোট 42 বিলিয়ান মার্কিন ডলার। এর মধ্যে স্মার্টওয়াচ কিনতে খরচ হবে 16.2 বিনিয়ান মার্কিন ডলার।
আপাতত স্মার্টওয়াচের বিক্রি বাড়লেও 2021 সালের পর থেকে আবার কমতে শুরু করবে স্মার্টওয়াচ বিক্রি। 2018 সালে একটি স্মার্টওয়াচের দাম 221.99 মার্কিন ডলার থেকে কমে 2022 সালে তা হবে 210 মার্কিন ডলার। যন্ত্রাংশের দাম কমার কারনেই কমবে স্মার্টওয়াচের দাম।
2019 সালে মোট 7.4 কোটি স্মার্টওয়াচ বিক্রি হবে। অর্থাৎ আগামী বছর সব ওয়্যারেবেল ডিভাইসের মধ্যে বিক্রিতে এক নম্বরে থাকবে স্মার্টওয়াচ।
যদিও এর পরে কানে পড়া ‘হিয়ারেবেল ডিভাইস' এর রাজত্ব শুরু হবে। 2022 সাল থেকে বাজারে হিয়ারেবেল ডিভাইসের রমরমা শুরু হবে। সেই সময় ওয়্যারেবেল ডিভাইসকে বিক্রিতে বাজিমাত করবে এই ডিভাইসগুলি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন