ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন টুইটারে এই টিভির দাম কমার কথা জানিয়েছে। তিনি জানিয়েছেন MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভিতে HDR সাপোর্টের সাথেই রয়েছে ইন বিল্ট Google Assistant।
47,999 টাকায় পাওয়া যাচ্ছে MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি
মঙ্গলবার ভারতে এসেছে Samsung এর নতুন 4K স্মার্ট টিভি। বুধবার নিজেদের 4K টিভির দাম কমানোর ঘোষণা করল Xiaomi। আগে 49,999 টাকায় এই টিভি পাওয়া যেত। দাম কমে 47,999 টাকায় পাওয়া যাচ্ছে MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি। বুধবার 41,999 টাকা থেকে 4K স্মার্টটিভি লঞ্চ করেছে Samsung। Samsung Super 6 সিরিজে 41 ইঞ্চি, 50 ইঞ্চি ও 55 ইঞ্চি মডেল লঞ্চ হয়েছে।
ভারতে Xiaomi প্রধান মনু কুমার জৈন টুইটারে এই টিভির দাম কমার কথা জানিয়েছে। তিনি জানিয়েছেন MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভিতে HDR সাপোর্টের সাথেই রয়েছে ইন বিল্ট Google Assistant। Samsung এর নতুন 4K টিভি তে HDR সাপোর্ট থাকলেও Google Assistant সাপোর্ট থাকছে না।
গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল MiTV 4 Pro 55 ইঞ্চি স্মার্ট টিভি। অক্টোবর মাসে শুরু হয় বিক্রি। Flipkart ও Mi.com থেকে এই টিভি কেনা যাবে। মাত্র 4.9 মিমি পাতলা এই টিভিতে রয়েছে একটি 4K প্যানেল। থাকছে দুটি 20W স্টেরিও স্পিকার। ফোনের ভিতরে রয়েছে কোয়াড-কোর প্রসেসার, Mali-450 GPU, 2GB RAM আর 8GB স্টোরেজ। কানেক্টিভিটির জন্য থাকছে Wifi, Bluetooth, Ethernet, তিনটি HDMI, দুটি USB আর একটি S/PDIF পোর্ট।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Take-Two CEO Says AI Won't Be 'Very Good' at Making a Game Like Grand Theft Auto
iQOO Neo 11 With 7,500mAh Battery, Snapdragon 8 Elite Chip Launched: Price, Specifications