22 ইঞ্চি থেকে 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভিগুলি পাওয়া যাবে। স্মার্ট টিভিতে চলবে কোম্পানির নিজস্ব Philips এর Saphi অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে অ্যাম্বিলাইট আর HDR Plus। টপ মডেলে থাকবে OLED+ ডিসপ্লে। 9,990 টাকা থেকে এই টিভিরগুলির দাম শুরু হচ্ছে।
9,990 টাকা থেকে এই টিভিরগুলির দাম শুরু হচ্ছে
ভারতে লঞ্চ হল সাতটি নতুন Philips LED টিভি। 22 ইঞ্চি থেকে 65 ইঞ্চি ডিসপ্লে সাইজে এই টিভিগুলি পাওয়া যাবে। এর মধ্যে কয়েকটি স্মার্ট টিভি। স্মার্ট টিভিতে চলবে কোম্পানির নিজস্ব Philips এর Saphi অপারেটিং সিস্টেম। এছাড়াও থাকছে অ্যাম্বিলাইট আর HDR Plus। টপ মডেলে থাকবে OLED+ ডিসপ্লে। 9,990 টাকা থেকে এই টিভিরগুলির দাম শুরু হচ্ছে। অনলাইন ও অফলাইন ডিসেম্বরের মাঝামাঝি ভারতে এই টিভি বিক্রি শুরু করবে Phillips।
22 ইঞ্চি FHD 5400 সিরিজের (22PFT5403S) দাম 9,990 টাকা। এছাড়াও 4200 সিরিজের (32PHT4233S) দাম 17,990 টাকা, 5800 সিরিজের (32PHT5813S) দাম 22,990 টাকা, 5800 সিরিজের (43PFT5813S) দাম 42,990 টাকা, 6100 সিরিজের (50PUT6103S) দাম 66,990 টাকা, 6100 সিরিজের (55PUT6103S) দাম 79,990 টাকা আর 6700 সিরিজের (65PUT6703S) দাম 1,49,990 টাকা।
এই সবকটি মডেলের মধ্যে সবথেকে বড় 65 ইঞ্চি 65PUT6703S/94 মডেলটি। এই টিভিতে রয়েছে তিন দিকের অ্যাম্বিয়েন্ট লাইট টেকনোলজি। যা টিভির পিছনে সঠিক অ্যাম্বিয়েন্ট লাইট তৈরী করবে। ফ্ল্যাগশিপ মডেল ছাড়াও কোম্পানির 5800, 6100 আর 6700 সিরিজের টিভিগুলিতে চলবে Saphi অপারেটিং সিস্টেম।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Lava Play Max Launched in India With Vapour Chamber Cooling, Dimensity 7300 SoC: Price, Specifications