সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Realme Buds Q। চিনে এই ইয়ারবাডের দাম 149 ইউয়ান (প্রায় 1,600 টাকা)।
Realme Buds Q
2,000 টাকার কম দামদ ভারতে ট্রু ওয়্যারলেস ইয়ারবাড আনছে Realme। শীঘ্রই ভারতে লঞ্চ হবে Realme Buds Q। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছিল Realme Buds Air Neo। সেই ইয়ারবাডের থেকেও কম দামে বাজারে আসছে Realme Buds Q। সম্পূর্ণ নতুন ডিজাইনের সঙ্গেই এই ইয়ারফোনে 10 মিমি ড্রাইভার থাকবে।
সম্প্রতি কোম্পানির চিফ মার্কেটিং অফিসার টুইটারে এই প্রোডাক্টের টিজার প্রকাশ করেছেন। তিনি বলেন শীঘ্রই লঞ্চ হবে এই ইয়ারফোন।
সম্প্রতি চিনে লঞ্চ হয়েছিল Realme Buds Q। চিনে এই ইয়ারবাডের দাম 149 ইউয়ান (প্রায় 1,600 টাকা)। সাদা কালো ও হলুদ রঙে এই ইয়ারবাড পাওয়া যাবে। ভারতে এই ইয়ারবাডের দাম হতে পারে 1,799 টাকা।
Realme Buds Q-তে Bluetooth 5.0 কানেক্টিভিটি থাকছে। রয়েছে 119 মিলিসেকেন্ড ল্যাটেন্সি। ঘামের থেকে এই ইয়ারফোন বাঁচাতে থাকছে IPX4 সার্টিফিকেশন।
Realme Buds Q-এর ওজন 3.6 গ্রাম। 30W ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। যদিও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে না।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Fact Check: Is Microsoft Really Planning to Rewrite Windows 11 in Rust Using AI?