43 ইঞ্চি Samsung Super 6 টিভির দাম 41,990 টাকা। 50 ইঞ্চি মডেলের দাম 51,990 টাকা। সবথেকে বড় 55 ইঞ্চি মডেলের দাম 61,990 টাকা। এখনই এই তিনটি মডেল কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে Samsung।
শুধুমাত্র অনলাইনে পাওয়া যাবে Samsung Super 6 Series NU6100 4K UHD স্মার্ট টিভি
স্মার্টটিভির বাজারে Xiaomi –র বাড়বাড়ন্ত রুখতে নতুন 4K টিভি লঞ্চ করল Xiaomi। তিনটি নতুন টিভি ভারতে লঞ্চ করেছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি। কোম্পানির অনলাইন শপ, Amazon ও Flipkart থেকে পাওয়া যাবে Samsung Super 6 Series NU6100 4K UHD স্মার্ট টিভি। 43 ইঞ্চি, 50 ইঞ্চি ও 55 ইঞ্চি মডেলে পাওয়া যাবে এই টিভি। একাধিক আধুনিক ফিচার সহ লঞ্চ হয়েছে এই স্মার্টটিভি।
43 ইঞ্চি Samsung Super 6 টিভির দাম 41,990 টাকা। 50 ইঞ্চি মডেলের দাম 51,990 টাকা। সবথেকে বড় 55 ইঞ্চি মডেলের দাম 61,990 টাকা। এখনই এই তিনটি মডেল কিনলে 2,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছে Samsung। অনলাইন শপ, ফ্লিপকার্ট এই অফার পাওয়া যাবে। কয়েকদিন পরে অ্যামাজনে এই টিভি বিক্রি শুরু হবে। 14 মার্চের আগে এই টিভি কিনলে থাকছে অতিরিক্ত ওয়্যারিন্ট ও একাধিক ক্যাশব্যাক অফার।
অন্যদিকে Xiaomi টিভির দাম শুরু হচ্ছে 12,499 টাকা থেকে। এই দামে 32 ইঞ্চি HD টিভি পাওয়া যায়। 4K টিভি কিনতে Xiami –র 55 ইঞ্চি মডেল কিনতে হবে। 55 ইঞ্চি Mi Tv র দাম 39,990 টাকা।
Samsung Super 6 সিরিজের টিভিগুলিতে থাকছে 20W স্পিকার, দুটি HDMI পোর্টেকটি USB পোর্ট আর 4K প্যানেল।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Samsung Galaxy Z TriFold Pricing Revealed; Here's How Much It Might Cost in India and Other Markets