চিনে Mijia Quartz Watch এর দাম 349 ইউয়ান (প্রায় 3,500 টাকা)। 17 জুলাই সকাল 10 টা থেকে চিনে এই ঘড়ি বিক্রি শুরু হবে।
এবার কোয়ার্টজ হাতঘড়ির দুনিয়ায় পা রাখল Xiaomi। নতুন এই ঘড়ির নাম Mijia Quartz Watch। অ্যানালগ এই ঘড়িতে ক্যালোরি কাউন্টার ও পেডোমিটারের মতো একাধিক স্মার্ট ফিচার রয়েছে। স্মার্টফোনের সাথে কানেক্ট করে এই ফিচারগুলি কাজ করবে। চিনে Mijia Quartz Watch এর দাম 349 ইউয়ান (প্রায় 3,500 টাকা)। 17 জুলাই সকাল 10 টা থেকে চিনে এই ঘড়ি বিক্রি শুরু হবে।
সাদা, কালো ও গ্রে রঙে Mijia Quartz Watch কিনতে পাওয়া যাবে। 40 মিমি ডায়ালের এই ঘড়িটি 3.2 মিমি পাতলা। বড় ডায়ালের ভিতরে একটি ছোট সেকেন্ড ডায়াল দেখা যাবে। এই ডায়ালেই মোট কত পা হেঁটেছেন তা দেখা যাবে। এর সাথেই Mijia Quartz Watch এ রিপ্লেসেবেল লেদার স্ট্র্যাপ ব্যবহার করা হয়েছে। Bluetooth 4.0 এর মাধ্যমে স্মার্টফনে কোম্পানির অ্যাপ এর সাথে এই ঘড়ি কানেক্ট করা যাবে। এই অ্যাপ এর মাধ্যমেই ঘড়ির সময় ঠিক করা যাবে। এর সাথেই অ্যাপ দিয়ে ঘটিতে অ্যালার্ম সেট করা যাবে। এই ঘড়িতে একসাথে 10টি অ্যালার্ম সেট করা সম্ভব। অ্যালার্ম এর সময়ে এই ঘড়িটি ভাইব্রেঈ করবে।
আপনি যে টাইমজোন এ রয়েছে স্মার্টফোনের অ্যাপ থেকে নিজে থেকেই সেই সময় Mijia Quartz Watch তে সেট হয়ে যাবে। এর জন্য আলাদা করে আপনাকে Mijia Quartz Watch এর সময় ঠিক করতে হবে না। ওয়াটারপ্রুফ এই ঘড়ির ওজন 42 গ্রাম। Android 4.4 ও iOS 7 বা তার বেশি যে কোন ডিভাইসের সাথে এই ঘড়ি পেয়ার করা যাবে। আপাতত শুধুমাত্র চিনে এই ঘড়ড়ি লঞ্চ করেছে Xiaomi। ভারতে এই ঘড়ি কবে লঞ্চ হবে ন্তা জানায়নি ভিনের কোম্পানিটি।
প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা ফলো করুন Twitter আর সাবস্ক্রাইব করুন YouTube.
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Ponies OTT Release Date: Know When to Watch This Emilia Clarke and Haley Lu Richardson starrer web series online